ভারত সফরে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আগামী ২ এপ্রিল ভারত সফরে আসবেন। ভারত ও ইসরালের মধ্যে মৈত্রী এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেনেট এ সফরে আসছেন বলে জানিয়েছে তাঁর অফিস।
এক বিবৃবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে, নয়া দিল্লি ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০তম বার্ষিকী উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। রোববার এই খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
বিবৃবিতে বলা হয়, এই সফরের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যকার কৌশলগত জোটকে জোরদার করা ও এগিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করা।
প্রসঙ্গত, ১৯৯২ সালে ভারতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দেশ দুটির মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে এবং ইসরায়েল ভারতে অস্ত্র আমদানিকারকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে।
খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে নাফতালি বেনেট এ সফরে আসছেন। ২০২১ সালের মাঝামাঝি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর এটি বেনেটের প্রথম ভারত সফর।
আসন্ন এ সফরে মোদি ছাড়াও, বেনেট অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন।