ম্যাক্রোঁর সঙ্গে বাইডেনের বৈঠক শুক্রবার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/27/-1x-1.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শুক্রবার (২৯ অক্টোবর) ইতালির রোমে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি ও এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলেভান সাংবাদিকদের বলেন, ইতালির রাজধানীতে জি২০ সম্মেলনের প্রাক্কালে তাঁরা দ্বিপক্ষীয় এ বৈঠক করবেন। বাইডেন একই দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের প্রচলিত সাবমেরিন কেনার একটি চুক্তি অস্ট্রেলিয়া ভেঙে দেওয়ার পর সৃষ্ট বিরোধ মীমাংসার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাইডেন-ম্যাক্রোঁ বৈঠককে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/10/27/capture_1.jpg 623w)
ফ্রান্স এ ঘটনাকে কেবল একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না বরং এর ফলে তাদের ট্রান্সআটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে।
চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ম্যাক্রোঁ ডেকে পাঠান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সঙ্গে তুলনা করেন।