‘শিরিনকে হত্যার আগে সংঘর্ষই হয়নি’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/20/shirin.jpg)
ফিলিস্তিনে সাংবাদিক শিরিন আবু আকলেহের হত্যার আগের একটি নতুন ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, তাঁর হত্যাকাণ্ডের আগে সেখানের পরিস্থিতি খুবই শান্ত ও নিরব ছিল। অথচ ইসরায়েলি বাহিনীর দাবি, ওই সময় গোলাগুলি চলছিল।
কাতার ভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরা আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
৫১ বছর বয়সি আবু আকলেহ গত ১১ মে ইসরায়েলি সৈন্যের গুলিতে নিহত হন। জেনিনের দখলকৃত পশ্চিম তীরের শহরে ইসরায়েলি সামরিক অভিযানের কভার করার সময় তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি উপস্থিত প্রত্যক্ষদর্শী ও তাঁর সহকর্মীদের।
আল জাজিরার প্রতিবেদন বলছে, নতুন ভিডিও ক্লিপটি জেনিনের একজন বাসিন্দা শ্যুট করেছিলেন। আল জাজিরা সেটি যাচাই করেছে। সেখানে দেখা যায়, কোনো লড়াইয়ের শব্দ ছাড়াই সেখানের পরিবেশ খুবই শান্ত ছিল।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/05/20/shirin_inset.jpg 687w)
আল জাজিরা বলছে, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য নতুন ভিডিওর তথ্যকে সমর্থন করে। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন—গোলাগুলির সময় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে কোনও সংঘর্ষ হয়নি, যদিও ইসরায়েলি সৈন্যরা যুদ্ধ চলছে বলে দাবি জানিয়েছিল।
ভিডিওতে সামনের কিছু লোককে পেছনের লোকজনের সঙ্গে কথা বলতে ও হাসতে দেখা দেখা গেছে। সেখানে আবু আকলেহ এবং তাঁর সহকর্মীরা প্রেস লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরা দেখা যায়।
গুলির শব্দ শুরুর আগে যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছেন, সেদিকে শিরিন ও অন্য সাংবাদিকদের হেঁটে যেতে দেখা যায়। সেনারা হঠাৎ গুলি ছোড়া শুরু করলে তাঁরা পালাতে শুরু করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিরিনকে সড়কে পড়ে থাকতে দেখা যায়।
গুলির শব্দের আগে শিরিন ও অন্যান্য সাংবাদিকরা যেদিকে ইসরায়েলি সেনারা অবস্থান করছিলেন, সেদিকে হেঁটে যাচ্ছিলেন।
গোলাগুলি শুরু হলে ইসরায়েলি বাহিনী যেখানে অবস্থান করছিল সেখান থেকে লোকজন পালিয়ে যেতে শুরু করে। এ সময় আবু আকলেহকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।