বুধবার কোনো খুন হয়নি এল সালভাদরে

মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। বিভিন্ন অপরাধী দলের সংঘর্ষে দেশটিতে প্রতিনিয়তই হয় খুন-খারাবি। তবে অনেক দিন পর সালভারদরবাসী পেল আলাদা একটি দিন। স্থানীয় সময় বুধবার দেশটিতে হয়নি কোনো খুন।
এল সালভাদরের পুলিশ সূত্রে জানা যায়, জাতিসংঘের দেশগুলোর মধ্যে এল সালভাদরের হত্যার হার শীর্ষের দিকে।
গেল বুধবারের আগপর্যন্ত দেশটিতে প্রতিদিন গড়ে ১০ জন করে খুন হয়েছেন। বেশিরভাগ হত্যাই হয়েছে বিভিন্ন অপরাধী দলের মধ্যে সংঘর্ষের কারণে। তবে বুধবার অপরাধ না হওয়ার কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি পুলিশ।
১৯৮০ সালে এল সালভাদরে গৃহযুদ্ধের জের ধরে অনেক নাগরিক আশ্রয় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তাদের সন্তানরাই লস অ্যাঞ্জেলেস শহরে এসব অপরাধী দলের গোড়াপত্তন করে। ১৯৯২ সালে যুদ্ধ শেষ হলে দেশে ফিরে গিয়ে অপরাধী কার্যক্রম চালিয়ে যায় তারা।
এল সালভাদরে সক্রিয় দুটি অপরাধী দল হলো মারা সালভাত্রুছা (এমএস-১৩) ও মারা-১৮।