মাকড়সার আঘাতে সাপ নিথর!

কোন প্রাণীটি বেশি বিষাক্ত? সাপ নাকি মাকড়সা? উত্তর যাই আসুক, উভয় প্রাণীর মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। আর মাকড়সার আঘাতে একেবারে নিথর হয়ে পড়েছে সাপটি!
ডেইলি সান জানিয়েছে, সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। সেখানে দেখা যায়, সাপটি মাকড়সার জালে আটকা পড়েছে। ধস্তাধস্তির পর একপর্যায়ে সাপটি নিথর হয়ে যায়। কোনো একপর্যায়ে সাপটির শরীরে বিষ প্রবেশ করে মাকড়সাটি। আর এতেই প্রথমে পক্ষাঘাতগ্রস্ত এবং পরে মৃত্যু ঘটে সাপটির।
মাকড়সাটি যেনতেন নয়, এর নাম রেড ব্যাক স্পাইডার। কালো রঙের ওই মাকড়সার পেছনের একটি অংশে লাল দাগ আছে।
ওই প্রতিবেদনে বলা হয়, দুই লাখেরও বেশি মানুষ ওই ভিডিওটি দেখেছে। ভিডিওতে একজন মন্তব্য করেন, ‘একপর্যায়ে দেখলাম, মাকড়সাটি একটি পা দিয়ে সাপটিকে লাথি দিয়ে দেখল তা মারা গেছে কি না।’
ওই প্রতিবেদনে আরো বলা হয়, রেড ব্যাক স্পাইডারের বিষ মারাত্মক। একজন মানুষকে মারতে এর ১৪ হাজার ভাগের এক ভাগ বিষই যথেষ্ট।