‘লাদেনের মৃত্যুর প্রতিশোধ নিতে আসছেন ছেলে’

জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধ নিতে আসছেন তাঁর ছেলে হামজা। তিনি আল-কায়েদাকে আরো শক্তিশালী করতে পারেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক কর্মকর্তা আলী সোউফান এ দাবি করেছেন।
২০১১ সালে পাকিস্তানে একটি বাড়িতে অবস্থানরত বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সে সময় ওই বাড়ি থেকে হামজার বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়। ওই চিঠি থেকেই এসব তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
ওসামাপুত্র হামজার বয়স এখন ২৮ বছর। সংবাদমাধ্যম সিবিএস নিউজকে সোউফান বলেন, হামজা তার বাবাকে খুব ভালোবাসত এবং তাঁর আদর্শগুলো ধারণ করতে চাইত।
হামজার লেখা চিঠিগুলোর বরাত দিয়ে সোউফান বলেন, ‘সে (হামজা) তাঁকে (ওসামা) বলেছিল, বাবার কাছ থেকে শেখা প্রতিটা দৃষ্টিভঙ্গি, প্রতিটা হাসি, প্রতিটা শব্দ তার মনে পড়ে।’
হামজা চিঠিতে আরো লেখে, ‘আমি স্টিল দিয়ে তৈরি বলে মনে করি। সৃষ্টিকর্তার পথে জিহাদ চালিয়ে যাওয়াই আমাদের জীবন।’
এফবিআইয়ের ওই কর্মকর্তা আরো বলেন, ‘হামজা যখন ছোট ছিল, তখনই তার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাকে মাঝেমধ্যেই আল-কায়েদার বিভিন্ন ভিডিওতে দেখা যেত।’
‘সে আল-কায়েদা ও সংগঠনটির সদস্যদের কাছে পোস্টারের মতো ছিল। সে তাদের কাছে অনেক অর্থ বহন করত’, বলেন সোউফান।