নাইজেরিয়ায় ঈদের দিনে আত্মঘাতী হামলা, নিহত ৬১

নাইজেরিয়া ঈদের দিনে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছে। বিবিসির খবরে জানানো হয়, দেশটিতে শুক্রবার ঈদ উৎসব উদযাপনকালে পূর্বাঞ্চলের দামাতারু এবং উত্তর-পূর্বাঞ্চলের শহর গোমবিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর মধ্যে গোমবিতে এক বিপণিকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ৪৯ জন এবং দামাতারু শহরে ঈদের নামাজ চলাকালীন বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারায়। এ ছাড়া দুটি হামলায় আরো ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান বিবিসিকে জানান, ঈদ উদযাপনকালে গোমবির একটি বিপণিকেন্দ্রে হামলা চালানো হয়। কমপক্ষে দুই আত্মঘাতী হামলাকারী বৃহস্পতিবারের ওই হামলার সঙ্গে জড়িত ছিল। আর দামাতারু শহরের একটি ঈদগাহে মুসল্লিদের দেহ তল্লাশি করার সময় পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় ঈদগাহে ঈদের নামাজ পড়ছিলেন মুসল্লিরা। এখানে দুজন আত্মঘাতী নারী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। ওই দুই হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশু রয়েছে বলে জানান কর্নেল সানি।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার না করলেও শনিবার সকালে বোকো হারাম এক বিবৃতিতে জোড়া হামলার দায় স্বীকার করেছে। এই জঙ্গি সংগঠনটির হামলায় চলতি মাসেই দেশটিতে প্রায় ৩০০ জন নিহত হয়েছে। এ ছাড়া গত ছয় বছরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে।