আর কখনোই রাস্তায় ভিসা যাচাই নয় : টনি অ্যাবট

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় দেশটির বর্ডার ফোর্সের (এবিএফ) ভিসা যাচাইয়ের কর্মকাণ্ড ভুল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। আর এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কিছু জানত না বলে দাবি তাঁর। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার রাস্তায় থামিয়ে কাউকে ভিসা যাচাইয়ের ঘটনা আর ঘটবে না। আজ শনিবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে এক অনুষ্ঠান শেষে টনি অ্যাবট সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মেলবোর্নের রাস্তায় হঠাৎ দেখা যায় দেশটির এবিএফ সদস্যদের। তাঁরা রাস্তায়ই অনেককে থামিয়ে ভিসা যাচাই করেন। এবিএফ কর্তৃপক্ষ এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা রাস্তায় যে কাউকে থামিয়ে ভিসা যাচাই করতে পারবেন।
এবিএফের মেলবোর্নের কর্মকাণ্ডকে একটি ভুল বলে উল্লেখ করে টনি অ্যাবোট বলেন, এটি অস্ট্রেলিয়া সরকারের নীতির প্রতিফলন নয়। তিনি আরো বলেন, এটি সীমার বাইরে একটি কাজ ও ভুল তাই ভবিষ্যতে এমনটি আর ঘটবে না। এই সরকারের আমলে অন্তত এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না।
টনি অ্যাবট বলেন, শুক্রবারের অভিযানে আসল লক্ষ্য ছিল সমাজ বা আইনের পরিপন্থী কাজে লিপ্ত ব্যক্তিদের ধরা। আর ওই ব্যক্তিদের ভিসায় কোনো জটিলতা থাকলে তা এবিএফের কাছে হস্তান্তর।
শুক্রবার এবিএফ এক বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ‘অপারেশন ফ্রন্টিচিউড’ নামে বিশেষ অভিযানে যোগ দিতে এবিএফ সদস্যরা সেখানে এসেছেন। ওই সময় ভিক্টোরিয়া ও তাসিমানিয়া অঞ্চলের এবিএফের কমান্ডার ডন স্মিথ বলেন, এবিএফের কর্মকর্তারা মেলবোর্নের রাস্তায় যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন ও ভিসার সম্পর্কে জানতে চাইতে পারেন। পরে ওই অভিযান বাতিল করা হয়। তবে এর আগেই এবিএফের কর্মকাণ্ডে শুক্রবার মেলবোর্নজুড়ে অসন্তোষ দেখা যায়। বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটে।