ভারতে সহিংসতায় নিহত ৩

ভারতের মনিপুর রাজ্যের বিধানসভায় তিনটি বিল পাসের ঘটনায় চুরাচাঁদপুর এলাকায় সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। গতকাল সোমবার বিল তিনটিতে অনুমোদন দেন আইনপ্রণেতারা।
সহিংসতার একপর্যায়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফুংজাথাং টনসিং ও অন্য পাঁচ আইনপ্রণেতার (বিধায়ক) বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশের গুলিতে এবং তৃতীয়জনকে আগুন দিয়ে মেরে ফেলা হয়, যিনি এক আইনপ্রণেতার সহযোগী ছিলেন।
স্বরাষ্ট্রসচিব জে সুরেশ বাবু এনডিটিভিকে বলেন, ‘পরিস্থিতি এ মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ইম্ফলে পাঠানো হয়েছে।’
বিধানসভার যেসব পক্ষ তিনটি বিলের বিরোধিতা করেছে, তারাই সহিংসতা চালায় বলে সূত্র জানিয়েছে। বিধানসভার এই বিলে রাজ্যে বহিরাগতদের অনুমতি দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া এবং রাজ্যের ভূমি সংস্কারের কথা বলা হয়েছে।
যে আইনপ্রণেতাদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁদের কেউ বিলগুলোর বিরোধিতা করেননি। চুরাচাঁদপুরের ডেপুটি কমিশনারের গাড়িতেও হামলা চালানো হয়।
মনিপুর ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন (সপ্তম সংশোধনী বিল, ২০১৫) নিয়েই বিক্ষোভকারীদের মূল আপত্তি।
তাঁদের অভিযোগ হচ্ছে, এ মুহূর্তে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকা উপজাতি এলাকায় সবাইকে প্রবেশের সুযোগ দিলে নাগা ও কুকি জাতিগোষ্ঠী তাদের ভূমি হারাবে।