মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণ, ১২ জন দোষী

২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যা ৬টা ২৪ মিনিট। ওই সময়ের ১১ মিনিটের মধ্যে মুম্বাইয়ের যাত্রীবাহী ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় ঘটেছিল পরপর সাতটি বিস্ফোরণ। এতে নিহত হয়েছিলেন ১৮৯ জন। আহত হয়েছিল আটশোর বেশি মানুষ। সেই ট্রেনে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে আজ শুক্রবার ১২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ভারতের একটি আদালত।
মহারাষ্ট্রের বিশেষ আদালত কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ) প্রধান অভিযুক্ত আজম চিমাসহ ১৫ জন পলাতক আসামির মধ্যে ১২ জনকে দোষী সাব্যস্ত করে। বাকি দুজন মৃত। এ ছাড়া আবদুল ওয়াহিদ শেখ নামে অভিযুক্ত একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দোষী সাব্যস্ত ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ষড়যন্ত্র এবং হত্যার অভিযোগ আনা হয়। আদালত জানিয়েছে, আগামী সোমবার অভিযুক্তদের সাজা ঘোষণা করা হবে। গত বছরের আগস্ট মাসে এই মামলার শুনানি শেষ হয়। ২০০৬ সালের ৩০ নভেম্বর দায়ের হওয়া চার্জশিট অনুযায়ী, এদের মধ্যে ১৩ জন পাকিস্তানের বাসিন্দা।
মুম্বাইয়ে এই হামলার পর থেকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছিল। তবে পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। আজ সাজা ঘোষণার আগে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন ভারতের স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার সদস্য।