সাবেক পাকিস্তানি মন্ত্রীর বই ঠেকাতে শিব সেনার কালি হামলা

ভারতের মুম্বাইয়ে পাকিস্তানের সাবেক মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বইয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজক হামলার শিকার হয়েছেন। আজ সোমবার নিজ বাড়ি বের হওয়ার সময় শিব সেনার লোকজন শরীরে কালি ছুড়ে মারে বলে অভিযোগ করেন আয়োজক সুধীন্দ্র কুলকার্নি।
কুলকার্নি বলেন, ‘শিব সৈনিকরা (সদস্য) আমার বাড়ির বাইরে আমার ওপর হামলা চালায়। ঠিক বাড়ি ছাড়ার সময় আমার ওপর কালি ছুড়ে নিক্ষেপ করা হয়। আমাকে তারা গালিগালাজ করেছে।’ হামলায় ১০ জন অংশ নেয় বলে জানান তিনি।
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনা জানায়, তারা কাসুরির বই উদ্বোধন করতে দেবে না। বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতায় শিব সেনা।
গত সপ্তাহে শিব সেনার আপত্তির মুখে পাকিস্তানের কিংবদন্তি গজল শিল্পী গোলাম আলীর অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। যদিও বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান রয়েছে সুধীন্দ্র কুলকার্নির। তাঁর প্রতিষ্ঠান থেকেই বই উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কালি হামলার পর কুলকার্নি বলেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের কোনো ক্ষমতা শিব সেনার নেই। বই উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করব না। আমরা নীতিগতভাবে এ অবস্থান নিয়েছি।’
আয়োজক বলেন, কাসুরি এরই মধ্যে মুম্বাইয়ে এসেছেন। তাঁর বইটি হলো ‘নাইদার আ হক, নর আ ডাভ : অ্যান ইনসাইডার অ্যাকাউন্ট অব পাকিস্তানস ফরেন পলিসি’।
বিজেপির সাবেক উপদেষ্টা কুলকার্নি বলেন, ‘না ধামকি সে, না সৌ বান্দুকেসে, না গোলি সে... বাত বানেগি বোলি সে (হুমকি নয়, বন্দুক নয়, গুলি নয়... কথা হবে মুখে)।’ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছেন।