স্ত্রীর সঙ্গে ঘরে প্রতিবেশী, জননাঙ্গ কেটে হত্যা

ভারতের মধ্য প্রদেশের হারদা জেলার বাসপানি গ্রাম। প্রতিদিনকার মতো সেদিনও কাজে বেরিয়েছিলেন গ্রামের বাসিন্দা মঙ্গল কুমার। হঠাৎ এক জরুরি প্রয়োজনে কিছুক্ষণের মধ্যেই আবার বাড়িতে ফিরে আসতে হয় তাঁকে।
বাড়ি ফিরে মঙ্গল দেখতে পান তাঁর ঘরের দরজা বন্ধ। সন্দেহ জাগে তাঁর মনে। কারণ গত কিছুদিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশী পাতিরামের (৪৫) কোনো একটা সম্পর্ক চলছে বলে মনে হচ্ছিল তাঁর। তবে প্রমাণের অভাবে কিছুই বলতে পারছিলেন না তিনি। সেদিন ঘরের দরজা বন্ধ দেখে সেই সন্দেহ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তাই বাড়ির দরজা না খটখটিয়ে চুপি চুপি ঘরের ভেতরে উঁকি মারতে থাকেন তিনি।
নিজের ঘরে নিজের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী মঙ্গলের ঘনিষ্ঠ দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি মঙ্গল। ধারালো কাঁস্তে হাতে ঘরের ভেতর ঢুকে পড়েন তিনি। আর সঙ্গে সঙ্গে কেটে নেন পাতিরামের জননাঙ্গ।
প্রচণ্ড রক্তক্ষরণের ফলে কিছুক্ষণের মধ্যেই মারা যান পাতিরাম। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মঙ্গল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মঙ্গলকে আসামি করে পাতিরামের পরিবারের পক্ষ থেকে একটি খুনের মামলা করা হয়েছে। পুলিশ এখন মঙ্গলের খোঁজে তল্লাশি চালাচ্ছে।