গণবিক্ষোভের মুখে পদত্যাগ করছেন আলজেরিয়ায় প্রেসিডেন্ট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/04/02/photo-1554192094.jpg)
তুমুল গণবিক্ষোভ ও প্রতিবাদের মুখে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন আলজেরিয়ায় প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এপিএসের খবরে বলা হয়, আগামী ২৮ এপ্রিল নিজের মেয়াদকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। তবে তার আগে সঠিকভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালনার বিষয়টি নিশ্চিত করেই পদটি ছাড়বেন তিনি।
৮২ বছর বয়সী প্রেসিডেন্ট বুতেফ্লিকা ২০ বছর ধরে আলজেরিয়ার ক্ষমতায় আছেন। বর্তমানে তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। ২০১৩ সালের পর থেকে অসুস্থতাজনিত কারণে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায় না।
ভগ্ন স্বাস্থ্য ও বার্ধক্যের কারণে সম্প্রতি আলজেরিয়ায় বুতেফ্লিকার পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ শুরু হয়। সে বিক্ষোভের মুখে পঞ্চমবারের মতো নির্বাচনে লড়ার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। ওই বিক্ষোভের জেরেই শেষমেশ পদত্যাগ করতেও বাধ্য হচ্ছেন বুতেফ্লিকা।
যদিও পর্যবেক্ষকরা বলছেন, প্রেসিডেন্টের পদত্যাগের আগ পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।