পাকিস্তানে হারিয়ে যাওয়া গীতা ভারতে ফিরলেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ১৫ বছর পর ভারতে ফিরলেন পাকিস্তানে হারিয়ে যাওয়া ভারতীয় মেয়ে গীতা (২৩)। সূত্রের খবর অনুযায়ী, মাত্র সাত-আট বছর বয়সে গীতাকে পাকিস্তানের লাহোর স্টেশনে সমঝোতা এক্সপ্রেস থেকে উদ্ধার করেন পাকিস্তানি রেঞ্জাররা। সেই সময় একাই ছিলেন মূক ও বধির গীতা।
কিছুদিন আগে বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে কাকতালীয়ভাবে এক মূক মেয়ে ‘মুন্নির’ পাকিস্তানের ফেরার ঘটনা চিত্রায়িত হলে গীতার বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আসে। এরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আর তার ফল, গীতার দেশে ফেরা।
আজ সোমবার পাকিস্তান থেকে গীতাকে নিয়ে আসেন সেই পরিবারের পাঁচ সদস্য যাদের কাছে এতদিন ছিল গীতা। করাচি থেকে সোজা নয়া দিল্লিতে এসে পৌঁছেছেন গীতা। এরপরে তিনি মিলিত হবেন পরিবারের সঙ্গে। তবে গীতার সঙ্গে দেখা করার কথা রয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। আর গীতা নিজে দেখা করতে চেয়েছেন অভিনেতা সালমান খানের সঙ্গে।
ভারত-পাকিস্তানের মধ্যে চিরাচরিত বৈরিতার মধ্যেও ‘গীতা’ একটুকরো সম্প্রীতির ছবি হয়ে দুই দেশের আপামর মানুষের মুখে অবশেষে স্বস্তির হাসি ফোটাল।