আইএসের দায় স্বীকার, আরো হামলার হুমকি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/14/photo-1447508624.jpg)
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার দায়ী স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে এক বিবৃতিতে আইএস এই দাবি করেছে। ওই বিবৃতির বরাত দিয়ে জিহাদিস্ট গ্রুপ জানিয়েছে, ফ্রান্স এখনো আইএসের ‘শীর্ষ লক্ষ্যবস্তু’।
জিহাদিস্ট গ্রুপ জানিয়েছে, প্যারিসের হামলাস্থল নিয়ে অনেক দিন ধরেই পরিকল্পনা চলেছে এবং আটজন শরীরে বিস্ফোরক বেঁধে ও অস্ত্র হাতে হামলা চালিয়েছে।
সন্ত্রাসবাদ বিষয়ক বিবিসির বিশ্লেষক পিটার কিং বলেন, আইএস বিভিন্ন মাধ্যমে ফরাসি ও আরবিতে লিখিত ও অডিওবার্তা ছড়িয়ে দিচ্ছে।
আইএসের বিবৃতিতে বলা হয়, গায়ে বিস্ফোরক জড়িয়ে আটজন ব্যক্তি অগ্নেয়াস্ত্র সহকারে ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে। আইএসের বিবৃতিতে এই হামলাকে পবিত্র দাবি করে বলা হয়।
গত শুক্রবার রাতে প্রায় একই সময়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক, এর মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।