ঝড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস

প্রচণ্ড ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। এর মধ্যে কুইন্সল্যান্ড রাজ্যে একজন নিহত হয়েছেন। এ ছাড়া নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে রাতভর ঝড়ের তাণ্ডব চলে।
এবিসি অস্ট্রেলিয়া জানিয়েছে, কুইন্সল্যান্ডের বান্ডারবার্গ এলাকায় বন্যার পানিতে ভেসে গিয়ে একজন নিহত হয়েছেন। আর ছোট ঘূর্ণিঝড়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের ফোর্বস ক্রিকে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় স্ট্যানের প্রভাবে পশ্চিম অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে তাসমানিয়া অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অপর অঞ্চলগুলোতেও উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান চলছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণেই দেশজুড়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই এমন আবহাওয়ার পুনরাবৃত্তি ঘটছে না।
জানা গেছে, পশ্চিম অস্ট্রেলিয়ায় সাইক্লোন স্ট্যানের প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি হয়েছে। জানা গেছে, কুইন্সল্যান্ডে বন্যার পানিতে গাড়িসহ ভেসে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই এলাকায় বন্যায় আটকেপড়া অনেক ব্যক্তিকেই উদ্ধার করেছে জরুরি সেবা বিভাগ। উদ্ধারকৃতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।
বজ্রসহ ভারী বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার পূর্বের নিউ সাউথ ওয়েলস রাজ্যের ফোর্বস ক্রিকের অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা জানান, ছোট ঘূর্ণিঝড় এ অঞ্চলে আঘাত হানে। তবে আবহাওয়া অধিদপ্তর কোনো ঘূর্ণিঝড়ের কথা জানাতে পারেনি।