চাকরির প্রথম দিনই কর্মস্থলে ঘুম, সহকর্মীদের সেলফি

কর্মস্থলে গিয়ে ঘুমানোর মতো গর্হিত কাজ আর হতে পারে না। আর সেটি যদি হয় চাকরির প্রথম দিনই, তাহলে তো কথাই নেই। চাকরিতে গিয়ে প্রথম দিনই ঘুমানোর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, তা হাড়ে হাড়ে বুঝেছেন এক রেডিট ব্যবহারকারী।
সংবাদ ও ছবি শেয়ারের ওয়েবসাইট রেডিটে নিজের অভিজ্ঞতা বোঝাতে গিয়ে একটি ছবি দিয়েছেন ওই ব্যবহারকারী। এতে দেখা যায়, এক ব্যক্তি চেয়ারে হা করে ঘুমাচ্ছেন। আর তাঁকে নিয়ে হাস্যমুখে সেলফি তুলছেন অফিসের কয়েকজন কর্মচারী।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, অরেঞ্জ ডিউক ছদ্মনামের ওই রেডিট ব্যবহারকারীর প্রথম দিনই চাকরিতে ঘুমিয়ে পড়া নিয়ে সহকর্মীরা মজা করেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে সবাই সেলফি তোলেন। এমন ঘটনার পরও ওই ব্যক্তির চাকরি যায়নি। তবে নিজের কৃতকর্মের জন্য বেশ লজ্জা পেতে হয়েছে তাঁকে।
ইন্টারনেটে প্রকাশের পরই চাকরিতে ঘুমিয়ে পড়া রেডিট ব্যবহারকারীকে ঘিরে তোলা সহকর্মীদের সেলফিটি বেশ সাড়া জানিয়েছে। এরই মধ্যে ছবিটি সম্পাদনা করে এর ব্যঙ্গও ছাপানো হয়েছে।