নৌকার অবৈধ অভিবাসী ঠেকাতে তৎপর অস্ট্রেলিয়া

অবৈধ অভিবাসী বা পাচার হয়ে আসা মানুষের অস্ট্রেলিয়ায় প্রবেশ ঠেকাতে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী সব সময়ই তৎপর আছে। অবৈধপথে নৌকায় করে কোনো মানুষ যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। গতকাল সোমবার বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকার মানুষ বলে পরিচিত সাগরপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টায় অনেক মানুষ নিজ ও পরিবারের জীবনসহ সবকিছু হুমকির সম্মুখীন করছেন।
অভিবাসন ও সীমান্ত সুরক্ষাবিষয়ক অস্ট্রেলিয়ার মন্ত্রী পিটার ডাটনের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচার এবং নিজ জীবন বিপন্ন করে সাগরপথে মানুষের যাত্রা বন্ধ করতে অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ।
অস্ট্রেলিয়ার মন্ত্রী পিটার ডাটন বলেন, গত দুই বছরে ২০ এর অধিক নৌকাকে দেশের সমুদ্রসীমা থেকে ফেরত পাঠানো হয়েছে। এভাবে নৌকা ফেরত পাঠানোর ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার বাইরে কোনো দেশে অভিবাসন কেন্দ্র পূর্বের মতোই চালু থাকবে।
অভিবাসন ও সীমান্ত সুরক্ষা বিষয়কমন্ত্রী ডাটনের বক্তব্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় থাকা ব্যক্তিদের জন্য দুটি পথ খোলা। এক. দেশেই ফিরে যাওয়া। দুই. ভিন্ন কোনো দেশে অস্ট্রেলিয়ার কোনো অভিবাসন কেন্দ্রে থাকা। ডাটন আরো বলেন, সবার ক্ষেত্রেই সমানভাবে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি প্রযোজ্য হবে।