যথেষ্ট সফলতা পায়নি অস্ট্রেলিয়ার আদিবাসী নীতি : প্রধানমন্ত্রী টার্নবুল

অস্ট্রেলিয়ার আদিবাসী নীতির পক্ষে-বিপক্ষে বিতর্ক কম হয়নি। এবার বিষয়টি মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি স্বীকার করেছেন, দেশটির আদিবাসীদের জীবনমানের উন্নয়নে গৃহীত পদক্ষেপের সবই সফল হয়নি।
আজ বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক বার্ষিক প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়ার শুরুতেই টার্নবুল এ কথা বলেন। আদিবাসী ও আদিবাসী নন এমন অস্ট্রেলীয়দের মধ্যে উন্নয়নের পার্থক্য কতটুকু কমেছে, তার ওপরই প্রতিবছর এমন প্রতিবেদন করা হয়।
প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, আদিবাসী ও আদিবাসী নন এমন অস্ট্রেলীয়দের মধ্যে উন্নয়নের পার্থক্য কমাতে গৃহীত পদক্ষেপের ফলাফল ক্ষেত্রভেদে বিভিন্ন রকম।
বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, আদিবাস শিশুদের মৃত্যুহার কমিয়ে অর্ধেক (২০১৮ সালের মধ্যে শতকরা ৫ ভাগের কম) করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ সঠিক পথেই আছে। আর ১৯৯০ সালের চেয়ে আদিবাসীদের মধ্যে ধূমপানের হার কমেছে। একই সঙ্গে আদিবাসী শিশুদের স্কুল শেষ করার হার দ্বিগুণ হয়েছে।
তবে আদিবাসী ও আদিবাসী নন এমন অস্ট্রেলীয়দের মধ্যে চাকরিপ্রাপ্তির পার্থক্য অর্ধেক করার উদ্যোগ সফল হয়নি। একইভাবে ব্যর্থ হয়েছে আদিবাসীদের জীবনকাল বৃদ্ধির লক্ষ্যে নেওয়া পদক্ষেপ।
অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা বলছেন, কার্যকর নীতি ও পদক্ষেপ নিতে হলে দেশটির আদিবাসী কমিউনিটির সঙ্গে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
আদিবাসী নেতারা সরকারে নীতির সমালোচনা করে বলেন, অস্ট্রেলিয়া সরকার ১০ লাখ মার্কিন ডলার খরচ করে প্রোগ্রাম করছে অথচ আদিবাসী কমিউনিটির সঙ্গে সম্পর্ক গড়তে ওই পরিমাণ খরচ করতে রাজি নয়।