সুস্থ সন্তান জন্ম দিলেন জিকা আক্রান্ত নারী

বিশ্বে মহামারী আকারে দেখা দেওয়া ভাইরাসের নাম জিকা। গর্ভবতী কোনো নারী এ ভাইরাসে আক্রান্ত হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুর। মাইক্রোসেফালি বা ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করে শিশুরা। এরই মধ্যে লাতিন আমেরিকার কিছু দেশে ছোটমাথা নিয়ে জন্মগ্রহণ করেছে কিছু শিশু। কিন্তু এর ব্যতিক্রমও দেখা গেছে।
মেক্সিকোর জিকা আক্রান্ত এক নারী জন্ম দিয়েছেন সুস্থ এক সন্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে জন্ম নেওয়া শিশুটি চিকিৎসকদের মতে সুস্থ (ক্লিনিক্যালি হেলদি)। গত শুক্রবার ছয় পাউন্ড (দুই দশমিক আট কেজি) ওজনের শিশুটির জন্ম দেন পিজিজিয়াপ্যান শহরের ওই নারী।
এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যালোচনার পর হাসপাতালের শিশু চিকিৎসাকেন্দ্র শিশুটিকে ক্লিনিক্যালি হেলদি বলেছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, সুস্থ সন্তান জন্ম দেওয়া নারী জিকায় নিশ্চিতভাবে আক্রান্ত ছয়জনের একজন। আক্রান্ত বাকি পাঁচজনও সুস্থ আছেন। তাঁদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।