একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সৌদিতে বিএনপির আলোচনা সভা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। স্থানীয় সময় শুক্রবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৌদি বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চল শাখা এ আলোচনা সভার আয়োজন করে। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সৌদি বিএনপির পূর্বাঞ্চলের সভাপতি অধ্যপক আ ক ম রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহম্মেদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পূর্বাঞ্চল শাখার সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হালিম নূর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল আহম্মেদ, জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, সহসভাপতি মোস্তাফা মুন্সী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন আজাদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কবি শাহীনুর, প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী নরসিংদী জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বাইজিদ, রিয়াদ মহানগর যুবদলের আহ্বায়ক জি এম শরিফ, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির মনির মিয়াজী, প্রবাসী হাজীগঞ্জ থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, সৌদি আরব অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি ও আরব নিউজের ফটোসাংবাদিক ইকবাল হোসেন, বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রধান সম্পাদক-মাহফুজ পাটোয়ারী প্রমুখ।
সভায় নরসিংদী জেলার পক্ষ থেকে সৌদি বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।