আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/25/photo-1458901419.jpg)
আহত অবস্থায় রাস্তায় শুয়ে আছে এক ফিলিস্তিনি যুবক। তাঁর চারপাশে ইসরায়েলি কয়েকজন সেনা। তাঁদের একজন কাছ থেকে সেই যুবকের মাথায় গুলি করেছেন। এতে নিহত হয়েছেন ওই যুবক।
ঘটনাটি স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালের। এর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দি ইনডিপেনডেন্ট।
গণমাধ্যমটির খবরে বলা হয়, ওই যুবকের নাম আবেদ আল-ফাত্তাহ ইয়ুসরি আল-শরিফ। অধিকৃত পশ্চিম তীরের হেবরনের তেল রুমেইদা এলাকায় তিনি এক ইসরায়েলি এক সেনাকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় মানবাধিকার সংগঠন বি সেলেম-এর দাবি, আল-শরিফ ছাড়াও রামজি আজিজ আল-কাসরাবি নামে এক ফিলিস্তিনিকেও গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সংবাদ সংস্থা মা’ন জানায়, রুমেইদা এলাকায় ছুরিকাঘাতে সামান্য আহত হন ইসরায়েলি সেনা। তাঁকে চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থল থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
এদিকে গুলিতে ফিলিস্তিনি হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে দেখেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। সংস্থাটির একজন মুখপাত্র দি ইনডিপেনডেন্টকে বলেন, ‘আইডিএফ এ ঘটনাকে সংস্থাটির মূল্যবোধ, নিয়ম এবং সামরিক অভিযান নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে।’