বাংলাদেশের সাফল্য অনুকরণ করতে চায় ওআইসি

মুসলিম দেশগুলোর মধ্যে বেসরকারি সংস্থা (এনজিও), নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে বাংলাদেশের ব্যাপক সাফল্য অনুকরণ করতে চায় অর্গানাইজেশন অব ইসলামিক স্টেট (ওআইসি)।
ওআইসির মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ জন্য সহযোগিতা চেয়েছেন। শনিবার রাতে সৌদি আরবের রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ওআইসি মহাসচিবের বৈঠক হয়।
ওআইসি মহাসচিব বলেন, ‘এনজিও, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণ খাতে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং এসব ক্ষেত্রে বিপুল আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দেশটি...। এ সাফল্য অন্যান্য মুসলিম দেশের অনুকরণ করতে আমরা বাংলাদেশের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে এ জন্য সহযোগিতা চাই।’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী বলেন, ওআইসি আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
আমিন মাদানি বলেন, তাঁর সংগঠন বাংলাদেশের সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের অভিজ্ঞতা অন্য মুসলিম দেশগুলোর জন্য অনুসরণ করতে চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিবকে তাঁর সরকারের ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের কথা বলেন।
বৈঠকে ফিলিস্তিন প্রসঙ্গে আমিন মাদানি বলেন, ওআইসি রামাল্লায় একটি অফিস খুলতে যাচ্ছে। বাংলাদেশসহ ওআইসির সদস্যরা ওই অফিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এ পর্যায়ে শেখ হাসিনা বলেন, উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি পাঠাবে।
গত শুক্রবার আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সৌদি সফর।