ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে : পাক সেনাপ্রধান

যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় নিজ দেশের সেনাবাহিনীর প্রস্তুতিতে সন্তুষ্ট পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহেল শরিফ। তিনি বলেছেন, প্রতিপক্ষকে (ভারত) সমুচিত জবাব দেওয়া হবে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এ কথা জানিয়েছে।
গতকাল শুক্রবার লাহোরে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন রাহিল শরিফ। সেখানেই তিনি এসব কথা বলেন।
রাহিল শরিফ বলেন, প্রতিপক্ষ (ভারত) যদি পাকিস্তানের কোনো ক্ষতি করে, তবে তার সমুচিত জবাব দেওয়া হবে। কোনো বিদ্বেষমূলক প্রচারণা দিয়ে পাকিস্তানকে দমিয়ে রাখা যাবে না।
গত বৃহস্পতিবার কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালায় বলে দাবি করে ভারত। ওই সংঘর্ষে পাকিস্তানের দুই সেনাসদস্য নিহত হন। পাকিস্তান দাবি করে, অভিযানের নামে এলওসি লঙ্ঘন করেছে ভারত। ওই সংঘর্ষে ভারতের আটজন সেনাসদস্য নিহত এবং একজন আটক হয়েছেন বলে দাবি করে পাকিস্তান। তবে ভারত নিহতের দাবি অস্বীকার করলেও এক সেনা সদস্য আটক হওয়ার কথা স্বীকার করেছে।