বাংলাদেশি শিশুদের জন্য অভুক্ত থাকবে লাখো মানুষ

নিউজিল্যান্ডের প্রায় সোয়া এক লাখ মানুষ টানা ৪০ ঘণ্টা না খেয়ে থাকবে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ‘ফোরটি আওয়ার ফামিন’ নামের এক বার্ষিক আয়োজনের অংশ হিসেবে তারা এটি পালন করবে। আয়োজনটির লক্ষ্য হলো তহবিল সংগ্রহ। এবারের আয়োজন থেকে সংগৃহীত অর্থ দিয়ে বাংলাদেশের দরিদ্র পরিবারের শিশুদের সহায়তা করা হবে।
এবারের ‘ফোরটি আওয়ার ফামিন’ শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা থেকে। এরই মধ্যে এক লাখ ২৩ হাজার নিউজিল্যান্ডবাসী এই আয়োজনে অংশ নিতে নিবন্ধন করেছেন। এবারের আয়োজনের মধ্যে আছে ৪০ ঘণ্টা সাঁতার এবং ছাদহীন একটি বড় কক্ষে খাবার ও ঘুমানো ছাড়া ৪০ ঘণ্টা অবস্থান।
নিউজিল্যান্ডের স্কুলগুলো ‘ফোরটি আওয়ার ফামিন’ আয়োজনকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে স্পিড ডেটিং, হস্তশিল্পের স্টল, ক্যাম্পসহ বিভিন্ন আয়োজনও করা হয়েছে।
সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে প্রায় ৮০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে এবং পাঁচ বছর হওয়ার আগেই এদের অনেকে মারা যাবে। সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিস ক্লার্ক বলেন, এই বছর নিউজিল্যান্ডের জনগণকে বিশ্বের ক্ষুধাপীড়িত মানুষ সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই ‘ফোরটি আওয়ার ফামিন’ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছরের ‘ফোরটি আওয়ার ফামিন’ থেকে সংগৃহীত অর্থ দিয়ে মালাওয়ির দরিদ্র শিশু ও তাদের পরিবারকে সহায়তা করা হয়।