রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত ১২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/15/russia.jpg)
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ড্যাগেস্তানে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এতে ১২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
চিকিৎসকদের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, নিহতদের মধ্যে তিনজন শিশু। নিহতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণের কারণ এখনও জানা য়ায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ঙ্কর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে।
ইন্টারফ্যাক্স জানায়, প্রায় সাড়ে ছয় হাজার বর্গফুট এলাকায় আগুন লেগেছে। তা আরও ছড়াতে পারে। আরও বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একজন প্রত্যক্ষদর্শী রাশিয়ার সংবাদমাধ্যমকে জানান, পেট্রোল স্টেশনের উল্টোদিকের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে প্রথম আগুন লাগে। যেখানে দুর্ঘটনা হয়েছে, সেই জায়গাটা মস্কো থেকে এক হাজার ৬০০ কিলোমিটার দূরে।