ছেলে হিন্দু মেয়েকে নিয়ে পালানোয় মুসলিম দম্পতিকে পিটিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/20/india.jpg)
আব্বাস ও তার স্ত্রী কামরুন নিসা শুক্রবার হামলায় ঘটনাস্থলেই মারা যান
ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে এক দম্পতিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির।
পুলিশ বলছে, নিহতের ছেলে ও আসামিদের একজনের মেয়ের মধ্যে প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৮ আগস্ট) হামলার পর ঘটনাস্থলেই আব্বাস ও তার স্ত্রী কামরুন নিসা মারা যান এবং আসামিরা পালিয়ে যায়।
সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, ‘কয়েক বছর আগে আব্বাসের ছেলে পাশের বাড়ির এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করে আব্বাসের ছেলেকে কারাগারে পাঠানো হয়েছিল।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/20/india_inside.jpg)
আব্বাসের ছেলে কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেলে মেয়েটির পরিবারের কয়েকজন সদস্য ওই দম্পতির ওপর হামলার পরিকল্পনা করে বলে জানায় পুলিশ।