শ্রম আইন লঙ্ঘনে মালয়েশিয়ায় ৪০০ কোম্পানিকে জরিমানা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/15/maalyyeshiyyaa-thaamb.jpg)
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরে এ পর্যন্ত মালয়েশিয়ায় ৪০০ কোম্পানিকে জরিমানা করা হয়েছে। দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমারের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
ভি শিবকুমারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘চলতি বছর এ পর্যন্ত শ্রম মন্ত্রণালয় ২৭২ নিয়োগকর্তাকে ২১ লাখ ৭০ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) বা চার লাখ ৬৩ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে। এছাড়া আদালত একই সময়ে ১২৮ নিয়োগকর্তাকে দুই লাখ ৪২ হাজার রিঙ্গিত বা ৫১ হাজার ৭০০ ডলার জরিমানা করেছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/15/maalyyeshiyyaa-in.jpg)
শিবকুমার বলেন, ‘শ্রম আইন লঙ্ঘনের মধ্যে অবৈধভাবে মজুরি কর্তনও অন্তর্ভুক্ত রয়েছে।’
কোন কোন কোম্পানিকে জরিমানা করা হয়েছে, তাদের নাম অবশ্য প্রকাশ করেননি মন্ত্রী। এমনকি, শ্রম অপরাধের বিবরণও দেননি তিনি।
আলজাজিরা জানিয়েছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাম অয়েল, মেডিকেল গ্লোবস ও ইলেক্ট্রনিক চিপস তৈরিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিশ্বে অন্যতম।
মালয়েশিয়ার শ্রম খাতে আধিপত্য রয়েছে অভিবাসী শ্রমিকদের। তবে, অভিবাসী শ্রমিকদের অপব্যবহারের অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘জোরপূর্বক শ্রম’ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে মালয়েশিয়ার সরকার।