ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ পার্লামেন্টে অনুমোদন
ভিয়েতনামের পার্লামেন্ট আজ বৃহস্পতিবার (২১ মার্চ) প্রেসিডেন্ট ভো ভ্যান থুঅংয়ের পদত্যাগের বিষয়টির অনুমোদন দিয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব ও দুর্নীতির কারণে উত্তাল কমিউনিস্ট দেশটিতে হাই প্রোফাইল নেতাদের পতনের সবচেয়ে বড় সাম্প্রতিক ঘটনা এটি। খবর এএফপির।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গতকাল এক ঘোষণায় জানায়, প্রায় এক বছর দায়িত্ব পালন শেষে থুঅং তার দায়িত্ব শেষে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে বলা হয়, তিনি অনির্দিষ্ট কিছু ত্রুটি ও সীমা লঙ্ঘনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। বেশ কয়েকদিন থেকেই গুজব ছিল, তিনি সরে দাঁড়াচ্ছেন। তাই ৫৩ বছর বয়সী এই নেতার চলে যাবার মধ্য দিয়ে ভিয়েতনামের রাজনীতিতে চরিত্র হননের চিত্রই বেশ প্রকট হয়ে দেখা দিচ্ছে।
ভিয়েতনামের সরকার নিয়ন্ত্রিত সংবাদ ওয়েবসাইট টুঅই ট্রি নিউজ জানায়, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি এক রুদ্ধদ্বার সেশনের বৈঠকে থুঅংকে পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
ভিয়েতনাম দীর্ঘদিন থেকে স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবর্তনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক এই তৎপরতাকে রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে এসব তৎপরতায় পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু থ্রংয়ের একচ্ছত্র ক্ষমতার লক্ষণই প্রকট হয়ে দেখা দিচ্ছে। গত জানুয়ারি মাসেই থুঅংয়ের পূর্বসূরি নগুয়েন শন ফুককে হঠাৎ করে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।
ভিয়েতনামের শীর্ষ বেশ কিছু ব্যবসায়ীরর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে বিচার চলছে এবং এদের মধ্যে একজন সাড়ে ১২ বিলিয়ন ডলারের বন্ড কেলেঙ্কারির জন্য মৃত্যুদণ্ডের মুখোমুখিও হতে পারেন।
দেশটির কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে ২০২১ সালের পর থেকে ১৮ জন সদস্যের মধ্যে চারজনকে সরে যেতে হয়েছে। এর মধ্যে দুজন প্রেসিডেন্ট, একজন উপপ্রধানমন্ত্রী ও একজন সাবেক বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।