ইউরোপে যুদ্ধের সতর্কবার্তা দিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী
ইউরোপ ‘প্রাক-যুদ্ধ যুগে’ প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইউক্রেন রাশিয়ার কাছে পরাজিত হয়, তবে ইউরোপে কেউ নিরাপদ থাকবে না। খবর বিবিসির।
ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, ইউরোপীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে টাস্ক বলেন, কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধই এখন বাস্তব, আর তা দুই বছর আগে শুরু হয়েছে।
নিজ নিজ দেশের নিরাপত্তা ও সুরক্ষা আরও শক্তিশালী করতে ইউরোপের রাষ্ট্রনেতাদের আহ্বান জানান টাস্ক। সামরিক দিক দিয়ে ইউরোপ স্বনির্ভর হয়ে উঠলে সহযোগী হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে আরও সহজে পাশে পাবে, এমন মত দেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনে তাদের ক্ষেপনাস্ত্র হামলা জোরদার করেছে। এই হামলার আঁচ থেকে বাঁচতে ন্যাটোর বিমান প্রস্তুত রেখেছিল পোল্যান্ড। এ হামলায় ইউক্রেনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।