সিউলে গাড়িচাপায় ৯ পথচারীর মৃত্যু
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়িচাপায় অন্তত ৯ জন পথচারী নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার (১ জুলাই) ৯টা ৩০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। সিউল পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসির।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, দুর্ঘটনায় আহত আরও চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি ট্রাফিক সংকেতের সামনে অপেক্ষারত পথচারীদের ওপর ৬০ বছর বয়সী চালক গাড়িটি তুলে দেন।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, খতিয়ে দেখা হবে। পুলিশ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। সিউল সিটি হলের কাছে দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্ত চালককে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানান, গাড়িটি দ্রুত বেগে এসে পথচারীদের আঘাত করে। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসারত অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শহর এলাকার রাস্তাগুলোতে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারে।
২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ৩৫ শতাংশ, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। কিন্তু, সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে।