জম্মু-কাশ্মীরে এগিয়ে কংগ্রেস জোট, হরিয়ানায় এগিয়ে বিজেপি
ভারতের জম্মু ও কাশ্মীরের ভোটে নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চেয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেস জোট। অপরদিকে হরিয়ানায় এগিয়ে রয়েছে বিজেপি।
২০১৯ সালে জম্মু কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন নরেন্দ্র মোদি সরকার বাতিল করার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিধান সভার নির্বাচনের ৯০টি আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। কংগ্রেস জোটের নেতৃত্ব দিচ্ছে কাশ্মীরের ন্যাশনাল কংগ্রেসের (এনসি) প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ। অন্যদিকে, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন বিজেপি ২৮ আসনে এগিয়ে। এ ছাড়া কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রাটিক পার্টির পিডিপি এগিয়ে তিনটি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে ৯টি আসনে।
কাশ্মীরের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে ফারুক আব্দুল্লাহকে ধরে নিচ্ছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতির দল জোটবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, হরিয়ানার ভোটে ৯০ আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে রয়েছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এগিয়ে ৩৪ আসনে। আর বাকি দলগুলো ছয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।