বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেবেন ট্রাম্প
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভার্চুয়াল বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এটি হবে তাঁর প্রথম বক্তৃতা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প কী ধরনের ভাষণ দেবেন তা স্পষ্ট না। তবে তিনি বিশ্ব নেতাদের নজর কাড়তে এ বক্তব্য দেবেন বলে জানা গেছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, উচ্চ শুল্ক আরোপের হুমকি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।
দায়িত্ব নেওয়ার পর শুরুতে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। এই পদক্ষেপগুলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের অনেক নেতাদের উদ্বিগ্ন করেছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া জ্বালানি উৎপাদন সম্প্রসারণ মার্কিন ক্যাপিটলে আক্রমণকারী এক হাজার ৫০০ জনেরও বেশি সমর্থককে ক্ষমা করার জন্য পদক্ষেপ নিয়েছেন।
এছাড়া ইউক্রেন শান্তিচুক্তি মেনে না নিলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছেন ট্রাম্প। তাঁর এমন ঘোষণা নতুন করে প্রশ্নের উদ্রেক সৃষ্টি করেছে। কেননা তিনি এর আগেও বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া সমস্যা তিনি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে ফেলবেন।