বলিভিয়ায় স্বর্ণ খনির ক্যাম্পে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনির দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় বিস্ফোরণে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া এ সময় আহত হয়েছে আরও ছয় জন। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী লাপাজ থেকে ১৫০ কিলোমিটার উত্তরে সোরাটা এলাকায় একটি খনি শ্রমিকদের ক্যাম্পে ভোররাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনতলা একটি ভবনে এই বিস্ফোরণ হয়, যেখানে স্বর্ণ খনির সরঞ্জাম ও যন্ত্রপাতি রাখা ছিল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে তিনজন পুরুষ, একজন নারী এবং এক বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে।
আহত ছয়জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জনি আগুইলেরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিস্ফোরণটি একটি ডিজেল ড্রামের ভেতরে ঘটেছে, ফলে এর ভয়াবহতা প্রকট আকার ধারণ করেছিল। তিনি এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে সন্দেহ করছেন।
স্বর্ণের দাম গত ১০ বছরে ২৬০ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর থেকেই সোরাটা এলাকায় স্বর্ণ অনুসন্ধানকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। বলিভিয়ায় ৫৭ দশমিক পাঁচ শতাংশ খনি খনিজ উৎপাদনকারী সমবায়গুলোর দখলে রয়েছে।