পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার, যোগ দেবেন ট্রাম্প

প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আগামী শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) অনুষ্ঠিত হবে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত চত্বরে এই শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) পোপের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় স্থানান্তর করা হবে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কার্ডিনালদের বৈঠক শেষে ভ্যাটিকান এ তথ্য জানায়। খবর বিবিসির।
বর্তমানে পোপের দেহ সান্তা মার্তা বাসভবনের চ্যাপেলে শায়িত রয়েছে। দীর্ঘ ১২ বছর পোপের দায়িত্ব পালনকালে তিনি এখানেই বসবাস করেছেন।
ভ্যাটিকানের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, কার্ডিনালদের কলেজের ডিন জিওভান্নি বাতিস্তা রে এই অনুষ্ঠান পরিচালনা করবেন। শেষকৃত্যের শেষ ভাগে তিনি পোপকে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের হাতে সমর্পণের চূড়ান্ত প্রার্থনা পাঠ করবেন। এরপর পোপের মরদেহ সমাধিস্থ করার জন্য সেন্ট মেরি মেজরে নিয়ে যাওয়া হবে।
এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রনেতারা শোকবার্তা জানিয়েছেন। এরমধ্যে অনেকেই শেষকৃত্যে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতোমধ্যেই তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে দেশটি।
শত শত সাধারণ ক্যাথলিক ধর্মাবলম্বীর পাশাপাশি বহু বিশ্বনেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস।