পোপের পোশাকে ছবি পোস্ট করে বিতর্কের মুখে ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যমে পোপের পোশাকে নিজের ছবি পোস্ট করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩ মে) সকালে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন তিনি।
পরবর্তীতে হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও ছবিটি শেয়ার করা হয়। এর পরপরই ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। যেখানে ট্রাম্পকে পোপের রাজকীয় পোশাকে সিংহাসনে বসে থাকতে দেখা যায়। ছবিটি অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ট্রাম্পের এমন পোস্ট নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ এটিকে মজা ও বিনোদন হিসেবে দেখেন, আবার অনেকে এটিকে পোপের প্রতি চরম অসম্মানজনক হিসেবে সমালোচনা করছেন।
এক্সে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘পোপের মৃত্যুতে এমন রসিকতা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অসম্মানজনক।’

আরেকজন লেখেন, ‘এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ট্রাম্পের অসংবেদনশীলতার পরিচয় দেয়।’
তবে ট্রাম্পের কিছু সমর্থক তার পক্ষ নিয়ে বলেন, ‘এটি কেবল একটি মজার ছলে তৈরি করা ছবি, এটিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ট্রাম্পের এই ছবিটি শুধু মাত্র তাদের জন্য আপত্তিকর, যারা পোপের উপাসনা করেন। পোপের উপাসনা করা ধর্মদ্রোহিতার সমান।’
ট্রাম্পের এই পোস্টটি এমন এক সময়ে এলো যখন তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পর নিজেই পোপ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত— হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই। এটাই হবে আমার এক নম্বর পছন্দ।’
সাউথ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এক্সে লিখেছেন, ‘আমি শুনে আনন্দিত হয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী পোপ হওয়ার আগ্রহী।’
তিনি পোপ নির্বাচনের সময় পোপীয় কনক্লেভকে ‘উন্মুক্ত মন’ রাখার আহ্বানও জানান।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই ট্রাম্পের পোপের পোশাকে ছবি পোস্ট করা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক চলছে।