বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পরিচালিত একটি বিশেষ অভিযানে ১০০-এর বেশি বিদেশিকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিযানে দেখা যায়, মোট ১৩১ জন বিদেশিকে আটকানো হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, গত শুক্রবার কেএলআইএ-এর টার্মিনাল ওয়ানে এই অভিযান চালানো হয় এবং ৩০০ জনেরও বেশি বিদেশিকে তল্লাশি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশিয়ান রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ সন্দেহজনক আবাসনের তথ্য দিয়েছেন, কেউ আবার ইমিগ্রেশন কাউন্টারে হাজিরই হননি। আবার কারো সঙ্গে পর্যাপ্ত অর্থ ছিল না।”
একেপিএস আরও জানায়, পর্যাপ্ত অর্থ না থাকা সাধারণত বোঝায় যে আগত ব্যক্তি পর্যটনের উদ্দেশ্যে নয়, বরং অন্য অভিপ্রায়ে দেশে প্রবেশ করতে চায়। “উদাহরণস্বরূপ, কেউ যদি বলে যে সে এক মাস মালয়েশিয়ায় থাকবে, কিন্তু সঙ্গে রাখে মাত্র ৫০০ রিংগিত, তাহলে তা সন্দেহজনক।”

সংস্থাটি সবাইকে সতর্ক করে বলেছে, মালয়েশিয়ায় প্রবেশের আগে যেন সকল নিয়ম, কাগজপত্র এবং আর্থিক প্রস্তুতি সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়।
এই ধরনের অভিযান চলতে থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে তারা।