পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত, দাবি ভারতের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের দাবি, এই হামলায় ৭০ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। খবর এনডিটিভির।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘অপারেশন সিঁদুর’ শুধু সামরিক প্রতিশোধ ছিল না, বরং এটি ছিল কৌশলগত হামলা। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ৯টি স্থানে ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে, তারা আর সীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না।
ভারতের দাবি অনুযায়ী, হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলাম ও চকওয়াল—এই ৯টি স্থানে ৭০ নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।
এনডিটিভি জানায়, ‘এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং লস্কর-ই-তৈয়্যবা ও জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত শিবিরগুলোকে লক্ষ্য করে সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।’ ভারতের দাবি, ‘‘এই পাল্টা আক্রমণের ফলে ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’’
অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তাদের কমপক্ষে ৯ জন বেসামরিক লোক মারা গেছেন এবং ৩৮ জন আহত হয়েছেন। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সরকারি সূত্র দাবি করেছে, ‘নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাতের মাধ্যমে সমান্তরাল ক্ষয়ক্ষতি কমানো হয়েছে’। তারা জোর দিয়ে বলেছে, এ হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত লাগেনি। তবে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তারা জোর দিয়ে বলেছেন যে, লক্ষ্যবস্তু করা সমস্ত স্থান সাবধানতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি মারাত্মক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ভারত ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ বরাবরই তাদের কোনো প্রকার সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে। এই প্রেক্ষাপটে ভারতের এই সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।