ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন নারী পর্যটক। তাদের হলেন—কালা সোনি (৬১), বিজয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়াল (৫৬), মুম্বাইয়ের রাধা আগরওয়াল (৭৯) এবং অন্ধ্রপ্রদেশের বেদাবতী কুমারী (৪৮)। এই দুর্ঘটনায় গুজরাটের ৬০ বছর বয়সী পাইলট রবিন সিং-ও মারা গেছেন।
আহত ৫১ বছর বয়সী ভাস্কর অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই হৃদয়বিদারক খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

মুখ্যমন্ত্রী ধামি আরও জানান, তিনি স্থানীয় প্রশাসনকে আহত ব্যক্তির সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের এবং এই ভয়াবহ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং প্রতিটি পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।’
ছয়জন যাত্রীসহ হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গাঙ্গনানিতে যাওয়ার কথা ছিল।
রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী (এসডিআরএফ) এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।