পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’, অর্থ কী?

কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত বুধবার (৮ মে) থেকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পর থেকে উভয় দেশ প্রতিদিনই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। পাকিস্তান এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলস্বরূপ এই ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানি ভূখণ্ডে বিনা উসকানিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী এই অভিযান শুরু করে।
ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীর শুরু করা সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামটি পবিত্র কুরআন শরীফের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো ‘গলিত সীসা দিয়ে তৈরি প্রাচীর’। এই নামটি শক্তি, সংহতি এবং দুর্ভেদ্যতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অভিযানের শুরুতে হামলার লঞ্চ যানের ব্যানারে সম্প্রতি ভারতের ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যেখানে তাদের নাম উল্লেখ করা হয়েছিল।
শনিবার (১০ মে) ভোরের দিকে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই পাকিস্তান এই আক্রমণাত্মক অভিযান শুরু করে। যদিও পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের হামলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও বেশকিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে আঘাত হানে। লে. জেনারেল চৌধুরী ভারতের এই ধরনের হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
পাকিস্তানের যেসব বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো– রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি। এখানেই দেশটির সামরিক সদরদপ্তর অবস্থিত, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। তবে এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

এদিকে পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের আদমপুর সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দেশটির এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি।
পাকিস্তান বলেছে, তাদের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ এর মাধ্যমে ভারতের বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এছাড়া ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে জিও নিউজের প্রতিবেদনে।