ভারত-পাকিস্তানের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

সংঘাতে জড়িয়ে পড়া দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের প্রতি উত্তেজনা নিরসনের পথ খুঁজতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শনিবার (১০ মে) পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলতে গিয়ে দুই দেশের প্রতি এই আহ্বান জানান তিনি।
মার্কো রুবিও যুদ্ধরত দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষে সহযোগিতার কথাও তুলে ধরেন তার সংলাপে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই তথ্য দিয়েছেন। খবর জিও নিউজের।
পাকিস্তান জানিয়েছে, আজ শনিবার ভোররাতে তারা ভারতে হামলার মাধ্যমে সামরিক অভিযান শুরু করেছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, যার মধ্যে রয়েছে দেশটির উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ভাণ্ডারও।

গত ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগে আনে। যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। এরপর থেকেই দুই দেশের সীমান্তে চলতে থাকে হালকা ও ভারী অস্ত্রের গুলি ও গোলাবিনিময়। এর রেশ ধরে গত বুধবার পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এই হামলায় পাকিস্তানের বেশ কিছু স্থাপনায় হামলা করে। এরপর থেকেই দুদেশের মধ্যে চলতে থাকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।
পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটি আক্রান্ত হওয়ার পর আজ শনিবার থেকে দেশটি ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে। এই হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবিও জানিয়েছে পাকিস্তান। ভারতের কয়েকটি বিমান ঘাঁটিসহ বেশকিছু সামরিক স্থাপনায় হামলার কথাও উল্লেখ করেছে তারা।