সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিল পাকিস্তান

বেসামরিক ও বাণিজ্যিকসহ সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। আজ শনিবার (১০ মে) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) একজন মুখপাত্র এই ঘোষণা দেন। খবর জিও নিউজের।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরই এই পদক্ষেপ নেওয়া হলো। যদিও এর আগে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ আগামীকাল ১১ মে দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, দেশের সমস্ত বিমানবন্দর এখন স্বাভাবিকভাবে বিমান চলাচলের জন্য প্রস্তুত। তিনি যাত্রীদের তাদের ফ্লাইটের নতুন সময়সূচির জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
এর আগে আজ ভোরে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, দেশটির অভ্যন্তরে তিনটি বিমান ঘাঁটিতে ভারত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও এতে দেশটির বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়। পরবর্তীতে পাকিস্তানও ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালায়। তবে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন।

এদিকে আগামী ১২ মে উভয় দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে আলোচনার কথা রয়েছে।