যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত-পাকিস্তানের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবায়নে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। খবর ডনের।
গতকাল শনিবার (১০ মে) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর পাকিস্তানের পক্ষ থেকে এই বিবৃতি আসলো।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “পাকিস্তান এবং ভারতের মধ্যে আজ যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, তার আন্তরিক বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বিবৃতিতে আরও বলা হয়, “কিছু এলাকায় ভারতের পক্ষ থেকে লঙ্ঘন সত্ত্বেও, আমাদের বাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে।”
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুদ্ধবিরতির সুষ্ঠু বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা উপযুক্ত স্তরের যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত।
তিনি বলেন, “মাঠে থাকা সেনাদেরও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।”
এর আগে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে জানান, পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। খবর এনডিটিভির।

বিক্রম মিশ্রি বলেন, “আজ সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে যে সমঝোতায় পৌঁছানো হয়েছিল, তা গত তিন ঘণ্টায় একাধিকবার লঙ্ঘিত হয়েছে। এটি গুরুতর শর্ত লঙ্ঘন। সশস্ত্র বাহিনী উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে এবং আমরা এসব লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”
দেশটির পররাষ্ট্র সচিব আরও বলেন, “আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) আবার এমন লঙ্ঘন ঘটলে শক্ত প্রতিক্রিয়া জানাতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান যেন এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করে এবং অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেয়।”
এই বিবৃতির আগে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় এবং গুজরাটে একাধিক ড্রোন শনাক্ত ও জব্দ করা হয়েছে বলে দাবি করে ভারত।