গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

গ্রিক দ্বীপ কাসোসের দক্ষিণে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার (১৪ মে) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে গ্রিক দ্বীপের রাজধানী ফ্রাই থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে এবং ৭৪ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস প্রাথমিকভাবে ফ্রাইয়ের সামান্য কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুমান করেছিল।
ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি, তবে কর্তৃপক্ষ এবং বাসিন্দারা এতে উদ্বিগ্ন।
ভূমিকম্পে কায়রোসহ সমগ্র এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছিল। তবে মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট কোনো ক্ষয়ক্ষতি আফটারশক শনাক্ত করা হয়নি বলে জানিয়েছে।
গ্রিস দেশটি বেশ কয়েকটি ফল্ট লাইনে অবস্থিত এবং মাঝেমধ্যেই এখানে ভূমিকম্প হয়।
এথেন্স বিশ্ববিদ্যালয়ের (ইকেপিএ) ভূকম্পবিজ্ঞান পরীক্ষাগারের তথ্য অনুসারে, ২৬ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাইক্লেডস দ্বীপপুঞ্জে ১৮ হাজার ৪০০ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যার বেশিরভাগই কম মাত্রার ছিল।