ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের সঙ্গে আলোচনার প্রস্তাবের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) ইস্তাম্বুলে শান্তি আলোচনায় আয়োজন করেছে তুরস্ক। তিন বছরের মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে এটিই প্রথম সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছিল। তবে অনুষ্ঠিতব্য এই শান্তি আলোচনায় পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউই যোগ দিচ্ছেন না।
ক্রেমলিন গতকাল বুধবার (১৪ মে) রাতে ঘোষণা করেছে, পুতিনের প্রতিনিধিদলে অভিজ্ঞ টেকনোক্র্যাটদের একটি দল থাকবে, যার মধ্যে রাষ্ট্রপতির উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন রয়েছেন।
এদিকে বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইস্তাম্বুল ভ্রমণের কথা ভাবছিলেন। তবে ক্রেমলিনের ঘোষণার পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টও এই আলোচনায় যোগ দেবেন না।

ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে যাচ্ছেন। এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন সেখানে উপস্থিত থাকলে তিনিও অংশ নেবেন।
রাশিয়ান ও মার্কিন নেতাদের অনুপস্থিতির কারণে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে একটি বড় অগ্রগতির প্রত্যাশা কমে গেছে। এই আলোচনায় বড় কোনো সাফল্যের সম্ভাবনা এখন ক্ষীণ বলে মনে করা হচ্ছে।