পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সহযোগিতা চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন। জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় বসার বিষয়ে পুতিন ‘আন্তরিক নন’। বুধবার (১৪ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এএফপি জানায়, সোমবার (১২ মে) পুতিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিলেও মঙ্গলবার (১৩ মে) ক্রেমলিন জেলেনস্কির তুরস্কে বৈঠকের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প এই বৈঠকের ধারণাকে স্বাগত জানিয়েছেন ও প্রয়োজনে তিনি নিজেও সেখানে যেতে পারেন বলে জানিয়েছেন।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে যোগ দিতে। আমি জানি না তিনি কী সিদ্ধান্ত নেবেন, তবে যদি তিনি অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন, তাহলে আমি মনে করি এটি পুতিনকে আসতে আরও উৎসাহিত করবে।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা এই বৈঠক যাতে হয় তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’ তবে জেলেনস্কি দাবি করেন, পুতিন যুদ্ধ থামানো বা আলোচনায় বসার কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না।
জেলেনস্কি বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিন যুদ্ধ থামাতে চান না, যুদ্ধবিরতিতে যেতে চান না, আলোচনাতেও বসতে চান না।’
এদিকে, বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলে মস্কোর ওপর যুক্তরাষ্ট্র যেন সর্বোচ্চ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই আহ্বান জানিয়েছে কিয়েভ।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘এটি হওয়া উচিত নিষেধাজ্ঞার সবচেয়ে শক্তিশালী প্যাকেজ।’
জেলেনস্কি আরও বলেন, যদি পুতিন বৈঠকে না আসেন, তাহলে সেটি হবে ‘একটি স্পষ্ট বার্তা যে, তারা যুদ্ধ শেষ করতে চায় না এবং এ ব্যাপারে কোনো উদ্যোগও নিচ্ছে না।’