সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামীকাল সোমবার (১৯ মে) ফোন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যেই এই ফোনালাপ হবে বলেও জানান তিনি।
আজ রোববার (১৮ মে) ট্রুথ সোশালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধ—যেটি কখনই শুরু হওয়া উচিত ছিল না—সেটি শেষ হবে।”
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় (১৪:০০ জিএমটি) পুতিনের সঙ্গে তার কথা হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কিছু ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। তবে এখনও নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।
ট্রাম্প এর আগে বলেছিলেন, যুদ্ধ থামাতে বাস্তব অগ্রগতি কেবল তখনই সম্ভব যখন তিনি এবং পুতিন সরাসরি মুখোমুখি বৈঠকে বসবেন।
গত শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর পর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বড় ধরনের কোনও অগ্রগতি না হলেও, একটি বন্দি বিনিময় চুক্তি হয়।
তবে আলোচনার পরে ইউক্রেন জানায়, রাশিয়া “নতুন এবং অগ্রহণযোগ্য” দাবি তুলেছে। এর মধ্যে রয়েছে, কিয়েভকে তাদের নিজস্ব অনেক এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে—যার বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মস্কো।

রুশ প্রতিনিধি দলের প্রধান এবং পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বলেন, তারা আলোচনায় সন্তুষ্ট এবং ভবিষ্যতেও সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত।
কিন্তু কয়েক ঘণ্টা পর, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় নয়জন নিহত হন। জেলেনস্কি এটিকে “বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত হত্যা” বলে অভিহিত করেন এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান।
রাশিয়া এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে রাষ্ট্রীয় মিডিয়াতে বলা হয়, তারা “একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।”