ইউরোপ ও অ্যাপলের ওপর বাড়তি শুল্কারোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বঘোষিত বাণিজ্য যুদ্ধে আরেকটি ঝাঁকুনি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। আজ শুক্রবার (২৩ মে) তিনি হুমকি দিয়েছেন অ্যাপলের পণ্যের ওপর ২৫ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ করবেন। খবর এএফপির।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সমঝোতার আলোচনা ‘কোনো দিকেই যাচ্ছে না’ উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, তিনি চাইছেন আগামী ১ জুন থেকে ইইউর ওপর সোজাসাপ্টা ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে।
যদি এই শুল্কারোপ সত্যিই কার্যকর হয়, তবে তা ওয়াশিংটনের আরোপ করা এখনকার ১০ শতাংশ শুল্ক নাটকীয়ভাবে বেড়ে যাবে। আর এতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ ও তার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা কেবল বাড়তেই থাকবে।
আরেকটি বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বারবার অনুরোধের পরেও প্রযুক্তি ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। যদি অ্যাপল তার কথা অনুযায়ী তাদের ব্যবসা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে না আনে, তবে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরপরই ওয়াল স্ট্রিট স্টক লোকসানের মুখ দেখেছে। অ্যাপলের শেয়ার মূল্য ২ দশমিক ২ শতাংশ পড়ে গেছে বাজারে লেনদেনের শুরুতেই।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বেশকিছু ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারসহ অধিকাংশ দেশের ওপর শুল্কারোপের ঘোষণা দেন। এর মধ্যে ইইউর ওপর আরোপ করা হয় ২০ শতাংশ শুল্ক। এ ছাড়া যুক্তরাষ্ট্রে উৎপাদন হয় না এমন বেশকিছু পণ্যে খাত ভিত্তিক শুল্কারোপও করেন তিনি, যা মধ্যে রয়েছে অটোমোবাইল, ইস্পাত ও অ্যালুমনিয়াম।

তবে এই ঘোষণার পরপর বিশ্ববাজারে নিম্নমুখী অস্থিরতা শুরু হলে ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ ১০ শতাংশে নামিয়ে আনেন এবং ৯০ দিনের স্থগিতাদেশ দেন। এ ছাড়া চীনের সঙ্গে তীব্র বাণিজ্য রেষারেষি ও পাল্টাপাল্টি শুল্কারোপের ঘটনায় তিনি দেশটির ওপরও তার আরোপ করা শুল্ক হার ৯০ দিনের জন্য স্থগিত করেন।