আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে যেদিন

কোরবানির মহিমায় ঈদুল আজহা উদযাপনের দিন ঘনিয়ে আসছে খুব শিগগিরই। আরবি বর্ষপঞ্জির হিসাব অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা, আর এর মাধ্যমেই শেষ হবে এবারের হজ মৌসুম।
ইসলামি ক্যালেন্ডার ও চান্দ্র মাসের হিসাব অনুসারে ছুটির দিনগুলো নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। যদিও জ্যোতির্বিদ্যায় বিশেষজ্ঞ ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বিজ্ঞানের জটিল হিসাব কষে আগে থেকেই ভবিষ্যদ্বানী করেছেন কবে হতে পারে সেই বিশেষ দিনটি। খবর খালিজ টাইমসের।
সংযুক্ত আরব আমিরাতের এস্ট্রনমিকাল সোসাইটির চেয়ারম্যানের পাশাপাশি আরব ইউনিয়ন এস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সের সদস্য আল জারওয়ান বলেছেন, আগামী ২৮ মে বুধবার হতে যাচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। এর অর্থ দাঁড়ায় জুন মাসের ৬ তারিখ (শুক্রবার) আরব আমিরাতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা।
আরবি ভাষার পত্রিকা ইমারাত আল ইয়োমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে মে মাসের ২৭ তারিখে নতুন চাঁদের উন্মেষ ঘটবে সকাল ৭টা ২ মিনিটে। এটি আকাশে দৃশ্যমান থাকবে ৩৮ মিনিটের মতো।

তবে আল জারওয়ান বলেছেন, ধর্মীয় উৎসবের এই দিনটি নির্ধারণ করবে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামি আইনি নির্দেশনা অনুসারে।