তিন শতাধিক যুদ্ধবন্দি বিনিময় ইউক্রেন-রাশিয়ার, হামলা অব্যাহত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন শতাধিক যুদ্ধবন্দির আরও একটি বড় বিনিময় সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার (২৪ মে) উভয় পক্ষ ৩০৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। তবে এই বন্দি বিনিময়ের মধ্যেও ইউক্রেনে রাতভর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউক্রেন। খবর আল জাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩০৭ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দির বিনিময়ে সমসংখ্যক রুশ সেনাকে মুক্ত করা হয়েছে। এই রুশ সেনারা মস্কো ফিরে আসার আগে বেলারুশে তাদের যত্ন নেওয়া হচ্ছে।
ইউক্রেনও এই বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলছে, ফিরে আসা বন্দিদের মধ্যে সেনাবাহিনীর সৈনিক, স্টেট বর্ডার গার্ড সার্ভিসের এজেন্ট ও ইউক্রেনের ন্যাশনাল গার্ডের সদস্যরা রয়েছেন।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর গত শুক্রবার সব থেকে বড় বন্দি বিনিময় করে। সেদিন তারা ২৭০ জন সৈন্য ও ১২০ জন বেসামরিক নাগরিককে বিনিময় করেছিল। উভয় পক্ষ এক হাজার বন্দী বিনিময়ে সম্মত হলেও আকাশপথে হামলা ও স্থল যুদ্ধ এখনও বন্ধ হয়নি।
শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, কিয়েভসহ অন্যান্য এলাকায় রাতভর হামলায় ২৫০টি ড্রোন ও ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হানা হয়েছে। এতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ও একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৪৫টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে অনেকগুলোই ইরানি নকশার।
দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের মতে, রাশিয়ার বিমান হামলায় দেশজুড়ে কমপক্ষে ১৩ জন নিহত ও ৫৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

খারকিভের আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান ওলেগ সিনিয়েহুবভ জানিয়েছেন, রাশিয়ার একাধিক হামলায় গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে চারজন ইউক্রেনীয় নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতারাতি অন্তত ১০০টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ায় আঘাত হানার চেষ্টা করেছিল। তবে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।